যারা Odesk এ কাজ করেন তাদের জন্য Elance চমৎকার একটি সাইট। কোন কোন জায়গায় এটা Odesk থেকেও ভালো। মিনিমাম Hourly rate $3। অর্থাৎ $3 নিচ কোন বিড করেত পারবেন না। নিয়ম কানুন Odesk থেকেও অনেক সহজ।
বেশির ভাগ বায়ার আমেরিকান।
Fixed Rate এর কাজগুলোও Escrow Project এর মাধ্যমে কনফার্ম বিলিং System যেটা অন্য সাইট (যেমন, Odesk ,Getafreelancer) এ এই সুবিধা নেই। অর্থাৎ কাজ করে টাকা না পাওয়ার কোন সম্ভাবনা নেই। নিশ্চিত টাকা পাওয়া যাবে। তার মানে এটা কোন PTC Site না। Odesk এর মতই নির্ভরেযাগ্য একটি সাইট।
https://www.elance.com থেকে Account করতে পারেন। ফর্মের সবিকছু পূরণ করে বিডিং শুরু করুন।
এখানে, ফোন এবং ই-মেইল ভেরিফাই করতে হবে। একটা Automatic Phone আসবে আপনার দেওয়া মোবাইল নাম্বারে।
বেশির ভাগ বায়ার আমেরিকান।
Fixed Rate এর কাজগুলোও Escrow Project এর মাধ্যমে কনফার্ম বিলিং System যেটা অন্য সাইট (যেমন, Odesk ,Getafreelancer) এ এই সুবিধা নেই। অর্থাৎ কাজ করে টাকা না পাওয়ার কোন সম্ভাবনা নেই। নিশ্চিত টাকা পাওয়া যাবে। তার মানে এটা কোন PTC Site না। Odesk এর মতই নির্ভরেযাগ্য একটি সাইট।
https://www.elance.com থেকে Account করতে পারেন। ফর্মের সবিকছু পূরণ করে বিডিং শুরু করুন।
এখানে, ফোন এবং ই-মেইল ভেরিফাই করতে হবে। একটা Automatic Phone আসবে আপনার দেওয়া মোবাইল নাম্বারে।
No comments:
Post a Comment