Monday, September 16, 2013

খুব সহজে Desktop থেকে CD-DVD ড্রাইভ খুলুন এবং লাগান কোন প্রকার ঝামেলা ছাড়া ।

আল্লাহর নামে আমার আজকের এই পোষ্টটি শুরু করছি ।
প্রিয় গ্রেন্ডহেল্পার (grandhelper.blogspot.com) এর সম্মানিত পাঠকবৃন্দ আমার সালাম নিবেন ”আচ্ছালামুআলাইকুম” । আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছ্নে । আমি ও এক রকম ভাল আছি । আজ সময় হয়েছে আপনাদের কে কিছু উপহার দেবার । আপনাদের আজ আমি এমন একটি সফটওয়্যার দিব যা ইনস্টল দিতে হবে না এমন কি সফটওয়্যার টি ওপেন করতে হবে না শুধু ডাবল ক্লিক করলেই কাজ হবে ।
নতুন পাঠকবৃন্দ আপনারা ভাবছেন আমি পাগলের মত এগুলো কি বলছি । যাই ভাবেন কথাটা কিন্তু ১০০% সত্য । আর একটি মজার কথা হল, সফটওয়্যারটির Rar ফাইল এর সাইজ মাত্র ৮০ কিলোবাইট । এবার কাজের কথায় আসি আপনারা হয়তো  CD-DVD রাইটার খুলতে এবং বন্ধ করতে বার-বার My Computer/Computer ‍এ যান এবং খুব বিরক্তি লাগে, তাহলে ধরুন আজ থেকে আপনাদের বিরক্তির দিন শেষ । আজ আপনাদের আমি যে সফটওয়্যার টি দিব এটি দিয়ে আপনি খুব সহজে Desktop ‍এ থেকেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে পারবেন । এটি তে কোন প্রকার ঝামেলা নেই, শুধু ডাবল ক্লিক করলেই আপনার CD-DVD রাইটার খুলতে পারবেন আবার বন্ধ করতে চাইলে আবারও ডাবল ক্লিক করবেন তাহলেই বন্ধ হয়ে যাবে । এই সুবিধাগুলো পেতে আপনাকে যা যা করতে হবে ।

(১) প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ( Rar ফাইল সাইজ মাত্র 7 KB)।  ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 ডাউনলোডের নিয়ম : উপরের লিঙ্কে ক্লিক দিলে নিচের ছবির মত একটা পেজ পাবেন ।
 তারপরে সেখান থেকে SKIP AD লিখাটির উপরে ক্লিক দিলে এবার আরেকটি নতুন পেজ পাবেন, সেখান থেকে আপনি DOWNLOAD লিখাটি খুজে বের করুন এবং ক্লিক দিন তাহলে ফাইলটি ডাউনলোড হতে থাকবে । 

(২) Rar ফাইলটিকে Extract করুন । (Extract করতে win-rar অখবা win-zip অখবা অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন)

(৩) ফাইটিকে Desktop এ কপি করে রাখেন ।

Desktop এ কপি করা ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন আপনার CD-DVD রাইটার খুলবে আবার ফাইলটির উপর ডাবল ক্লিক করে নিজে নিজে পরীক্ষা করে দেখুন CD-DVD রাইটার বন্ধ হবে । My Computer/Computer এ আর যেতে হবে না, তাহলে বুঝছেন তো আপনার ঝামেলার দিন আজ থেকে শেষ । আর সেই সাথে আমার সময় ও শেষ ।

>> আমার এই লিখার মাধ্যমে যদি পাঠকের মনে সাড়া জাগাতে পারি তাহলে আমার লিখার উদ্দেশ্য সফল হবে । আর আপনারা কিন্তু comment করতে ভুলবেন না । আজ এ পর্যন্ত, আশা করি আগামীতে আরও ভাল কিছু নিয়ে উপস্থিত হতে পারব তাই সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভাল থাকবেন । আল্লাহ হাফেজ ।
<<

No comments:

Post a Comment