‘এস ৪ জুম’ নামে গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির নতুন একটি সংস্করণ বাজারে
আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। নতুন সংস্করণের এ স্মার্টফোনটির
বিশেষত্ব হচ্ছে এর পেছনে থাকা ১৬ মেগাপিক্সেল ক্যামেরা-সুবিধা। এক খবরে এ
তথ্য জানিয়েছে এনডিটিভি।
চলতি বছরের প্রথম প্রান্তিকে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪ বাজারে এনেছিল স্যামসাং। স্যামসাং কর্তৃপক্ষের দাবি, তাঁদের তৈরি গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ৪’ বিক্রিতে ইতিহাস গড়েছে। মাত্র এক মাসেরও কম সময়ে এ স্মার্টফোনটির এক কোটি ইউনিট বিক্রি হয়েছে।
২৭ এপ্রিল স্মার্টফোনটি সারা বিশ্বে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির জনপ্রিয়তা ধরে রাখতে এর কয়েকটি নতুন সংস্করণ বাজারে আনতে কাজ করছে স্যামসাং কর্তৃপক্ষ। এর আগে এস ৪ স্মার্টফোনটির পানি রোধী বিশেষ আরেকটি সংস্করণ বাজারে এনেছে স্যামসাং। এবারে এল ১৬ মেগাপিক্সেলের ক্যামেরার ‘এস ৪ জুম’।
নতুন সংস্করণটির স্মার্টফোনটিতে রয়েছে চার দশমিক তিন ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড জেলি বিন নির্ভর স্মার্টফোনটির ডুয়াল কোর প্রসেসরের সঙ্গে রয়েছে আট গিগাবাইট তথ্য সংরক্ষণের সুবিধা, ১.৫ গিগাবাইট র্যাম, এনএফসি ও ব্লুটুথ সুবিধা।
অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনটির দাম সম্পর্কে কোনো তথ্য জানায়নি স্যামসাং।
No comments:
Post a Comment