অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে
(ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটার
বন্ধ করার দরকার হতে পারে। চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতো
বন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে। এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্ক
শিডিউলার ব্যবহার করে।
মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে এ
কাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল(CONTROL PANEL) চালু করুন।
Administrative Tools-এ ক্লিক করুন।
তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়ে
সেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করে
সেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my
computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানে
লিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want
the task to start?
তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটি নির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ করে কোন সময়ে বন্ধ করতে চান, সেটি নির্বাচন করে আবার Next চাপুন। এবার Start a program নির্বাচন করে Program/script ঘরে C:/Windowsystem32hutdown.exe লিখুন। Add arguments ‰i ঘরে /s লিখে Next চাপুন। পরের পর্দায় ওপরে যে যে কাজ করা হয়েছে, সে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেখাবে। সবকিছু ঠিকভাবে দেখে নিয়ে Finish বোতাম চাপুন। তাহলে যখন দরকার ঠিক তখনই কম্পিউটার বন্ধ হবে।
No comments:
Post a Comment