অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের পণ্যের মধ্যে আইফোন, আইপড এবং আইপ্যাড বেশ
জনপ্রিয়। সাধারণত উইন্ডোজ বা অন্য কোনো অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের
তথ্য আইফোন, আইপড বা আইপ্যাডে স্থানান্তর করা সহজ নয়। তবে চাইলে সহজে
পছন্দমতো যেকোনো তথ্য রাখা যাবে এসব যন্ত্রে।
এ জন্য http://goo.gl/GKOTo ঠিকানার ওয়েবসাইট থেকে মোবাইল গো ফর আইওএস (২৩
মেগাবাইট) সফটওয়্যারটি নামিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। ইনস্টল শেষে
সফটওয়্যারটি চালু করুন। এবার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ইউএসবি কেব্ল
দিয়ে কম্পিউটারের সঙ্গে আইফোন বা আইপডের সংযোগ দিন ।
আইফোনের জন্য Administrator’s iPhone 5 বা যন্ত্রের তালিকা থেকে বেছে নিতে
হবে যে তথ্য স্থানান্তর করবেন সেটা। যদি গানের ফাইল স্থানান্তর করতে চান
তাহলে Media থেকে Music নির্বাচন করুন। Music উইন্ডো খুললে Export to মেনু
নির্বাচন করে যেসব ফাইল স্থানান্তর করতে চান, সেসব নির্বাচন করে দিন।
একই নিয়মে ছবির ফাইল স্থানান্তর করতে হলে Media থেকে Photos নির্বাচন করে
আগের নিয়মে কাজগুলো করতে হবে। চাইলে পছন্দমতো আলাদা ফোল্ডার করেও তথ্য রাখা
যাবে।
No comments:
Post a Comment