Thursday, May 9, 2013

নতুন টাচস্ক্রিন ল্যাপটপ

আসুসের নতুন একটি টাচস্ক্রিন ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। ভিভোবুক এস৩০০সিএ মডেলের এই ল্যাপটপে আছে ১৩ দশমিক ৩ ইঞ্চির পর্দা । এর
আবরণ তৈরি হয়েছে অ্যালুমিনিয়ামে। এতে রয়েছে ১.৭ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই-৫ প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে এটি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ কম্পিউটারের দাম ৬৫ হাজার টাকা মাত্র ।

No comments:

Post a Comment