Beta Version কি?
Beta Version হচ্ছে MicroWorkers
এর একটি নতুন পদক্ষেপ। আপনারা যারা নিয়মিত মাইক্রো জবস করেন, তারা লক্ষ্য করলে দেখবেন , MicroWorkers এর সাইটে উপরে নতুন ২ টি মেন্যু
সংযুক্ত করা হয়েছে। এগুলো হচ্ছে Blog এবং Beta।এই ভারসন এ খুবই সুন্দর একটি ইন্টারফেস পাবেন। লগ ইন করে কাজ ও পারবেন। কিন্তু টাকা পাবেন না। আপনি প্রশ্ন করতে পারেন, কাজ করলে টাকা পাবনা কেন?
উত্তর হচ্ছে, এই ভারসন এর প্রধান বৈশিষ্ট্য ই হল টাকা না দেয়া। এখানে কাজ করে আপনি যে টাকা পাবেন, তা আপনাকে এখানেই খরচ করে যেতে হবে। অর্থাৎ উপার্জিত অর্থ বিনিয়োগ করে আপনি আপনার কোন কাজ Micro Workers এর অন্য সদস্যদের দিয়ে করিয়ে নিতে পারবেন। আমরা বাংলাদেশিরা যারা অল্প কিছু আয় এর জন্য ফ্রীলাঞ্চিং করি, তাদের জন্য এটি সুবিধাজনক নয়। তাই, আমি আবারও সবাইকে সাবধান করছি, এই ভারসন এ কেউ কাজ করবেননা। Beta Version এর হোম পেইজে এই নোটিশটি দেখুন। ধন্যবাদ।
No comments:
Post a Comment