Thursday, May 23, 2013

মাইক্রোসফট আনল ‘এক্সবক্স ওয়ান’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ২১ মে ‘এক্সবক্স ওয়ান’ নামে নতুন একটি গেম কনসোল আনার ঘোষণা দিল বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কণ্ঠস্বর শনাক্তকরণ ও ফেস রিকগনিশন বা চেহারা শনাক্তকারী এ গেম কনসোলটি প্রসঙ্গে বলেছেন ‘এটা পরবর্তী প্রজন্মের কনসোল’।

গতকাল বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে ২১ মে নতুন গেম কনসোলটি উদ্বোধন করেছে মাইক্রোসফট। চলতি বছরের শেষ নাগাদ এক্সবক্সের নতুন সংস্করণটি বাজারে আসবে।
এক্সবক্স প্রসঙ্গে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, এ গেম কনসোলটি অল-ইন-ওয়ান অর্থাত্ এতে টিভি দেখা, ভিডিও গেম এবং গান শোনার প্রযুক্তি যুক্ত হয়েছে।
এক্সবক্স প্রসঙ্গে মাইক্রোসফটের ইন্টারেকটিভ মিডিয়া বিভাগের প্রেসিডেন্ট ডন ম্যাট্রিক জানিয়েছেন, আজ আমরা গেম কনসোল ব্যবহারকারীর বাড়ির বিনোদন কেন্দ্র হিসেবে নতুন প্রজন্মের গেম কনসোল উদ্বোধন করছি। বুদ্ধিমান টেলিভিশন, চমত্কার গেম অভিজ্ঞতা আর বিনোদনের সবকিছু একটি গেম কনসোল থেকেই পাবেন তাঁরা। কালো রঙের গেম কনসোলটিতে থাকছে নতুন কাইনেটিক সেন্সর ও গেম প্যাড।
অবশ্য এখনও গেম কনসোলটি দাম সংক্রান্ত তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।

No comments:

Post a Comment