Tuesday, May 28, 2013

সি প্রোগ্রামিং সফটওয়্যার Codeblocks ইনস্টলের নিয়ম



প্রথমে আপনার ডাউনলোডকৃত সফটওয়্যার টির উপর ডাবল ক্লিক দিন । ডাবল ক্লিক দেয়ার পরের চিত্র (screenshot) টি নিচে দেখুন ।



উপরের চিত্র দেখুন এবং Run এ ক্লিক দিন, তারপরে Codeblocks Setup Wizard আসবে সেখান থেকে Next এ ক্লিক দিন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot)




উপরের চিত্র অনুযায়ী Next এ ক্লিক দেয়ার পরে License Agreement আসবে সেখান থেকে আপনি, I Agree তে ক্লিক দিবেন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot) ।



উপরের চিত্র অনুযায়ী I Agree তে ক্লিক দেয়ার পরে Choose Components আসবে সেখান থেকে আপনি কিছু Change করবেন না শুধু Next এ ক্লিক দিন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot) ।




Choose Components থেকে Next এ ক্লিক দেয়ার পরে Choose Install Location আসবে সেখান থেকে আপনি আপনার যে ড্রাইভ এ Codeblocks ইনস্টল দিবেন তা আসবে (আপনার যে ড্রাইভে windows install দেওয়া আছে সে ড্রাইভে ইনস্টল দিলে ভালে হয় তাই আপনাকে কিছু করতে হবে না শুধু install এ ক্লিক দিন অটোমেটিক অপারেটিং সিস্টেমের ড্রাইভ এ ইনস্টল হবে) তারপরে সেখান থেকে Install এ ক্লিক দিন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot) ।



উপরের চিত্র অনুযায়ী Install এ ক্লিক দেবার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন (কারণ সফটওয়্যার টি ইনস্টল হচ্ছে) । সফটওয়্যার টির ইনস্টল শেষে Installation Complete লেখা দেখা যাবে তারপরে সেখানে থেকে আবার নিচের দিকে দেখুন Next লেখা আছে তাই আবারও সেই Next এ ক্লিক দিন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot) । 




উপরের চিত্র অনুযায়ী Next এ ক্লিক দেয়ার পরে Completing the CodeBlocks Setup Wizard আবার আসবে তারপরে নিচের চিত্র অনুযায়ী এবার নিচের Finish লিখাটির উপর ক্লিক দিন । এবার নিচের চিত্রটি দেখুন (screenshot) ।
 


 চিত্র অনুযায়ী এবার নিচের Finish লিখাটির উপর ক্লিক দিন । ব্যাস হয়ে গেল আপনার Codeblocks ইনস্টল ।
যেকোন সমস্যায় Comment করুন ।

7 comments:

  1. ধন্যবাদ ভাই,ভাল হয়েছে

    ReplyDelete
    Replies
    1. আপনাকে ‍ও বিশেষভাবে স্বাগতম জানাই ।

      Delete
  2. আমাকে Codeblocks টা মেইল করে দিতে পারবেন?
    আর আপনার সব গুলি পোস্ট মেইল করে দিলে খুশি হব।
    আমার নেট এর বিল দিতে কষ্ট হয় তাই মাজে মাজে নেট চালাই।
    ফাইল গুলা মেইল করলে আমি নামাইয়া নিতে পারতাম
    nizamuddin212@gmail.com

    ReplyDelete
  3. 'Environment error'
    'can't find complie executable in your configured search path's for GNU GCC Compiler'

    vaiya,
    ei message ta dekhasse....ki korbo??!!!

    ReplyDelete
    Replies
    1. আমি desktop এ ঠিক মত compile করতে পারছি। কিন্তু আমার laptop এ install দেওয়ার পর আর compile হইতিছিল না। ইনান আর অম্লান এর যে সমস্যা হইছে সেই সমস্যাই আমার হইছিল। পরে desktop এর settings চেক করে দেখি compiler and debugger এর select compiler এ "GNU GCC Compiler" দেয়া। আর ল্যাপটপ এ "Borland C++ compiler" দেয়া। পরে ল্যাপটপ এও একি configure করার পর এখন compile হচ্ছে। আমার মনে হই অন্যদের ও একি ভাবে ঠিক করা যাবে।

      Delete
    2. MD. ARFAN UDDIN change your codeblock's setting . CLICK ON SETTING >> COMPILER >> (selected compiler a apni GNU GCC Compiler kore din) GNU GCC Compiler >> Then click on OK........

      Delete