Saturday, June 22, 2013

ল্যাপটপ এর দর-দাম (সংগ্রহের তারিখ ২২/০৬/২০১৩)

ঢাকার প্রযুক্তি বাজারে ল্যাপটপ কম্পিউটার ও নেটবুক কম্পিউটারের বিক্রি মোটামুটি ভালো। বিক্রেতারা জানান, ক্রেতার ভালো আনাগোনা থাকায় বিক্রি ভালো হচ্ছে। তা ছাড়া নেটবুক কম্পিউটার থেকে ল্যাপটপ কম্পিউটার বেশি বিক্রি হচ্ছে। গতকাল শনিবার ঢাকার একাধিক কম্পিউটার বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।  (সংগ্রহের তারিখ ২২/০৬/২০১৩)

 ল্যাপটপ কম্পিউটার
এইচপি: কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ, ২.২০ গি.হা. ডুয়াল কোর বি ৯৬০ প্রসেসর, ৫০০ গি.বা. হার্ডডিস্ক ৩২,০০০ টাকা। প্যাভিলিয়ন স্লিকবুক ১.৪ গি.হা. কোর আই ৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৩৬,০০০ টাকা। জি৪-২৩০২টিইউ, ২.৬ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৭৫০ গি.বা. ৫০,০০০ টাকা। প্রোবুক পি৪৭৪০এস ২.১০ গি.হা. কোর আই৭ প্রসেসর, ৭৫০ গি.বা. ৮১,০০০ টাকা।


ডেল: ইন্সপায়রন এন৩৫২১, ১.৮ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৩৯,০০০ টাকা। এন৪১১০, ২.৩ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪৩,৯০০ টাকা। এন৪০৫০, ২.৪ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৫০০ গিগাবাইট ৫২,৮০০ টাকা।  

আসুস: এ৪৪এইচ প্রসেসর ১.৭০ গি.হা. বি৯৬০ ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. ৩০,৫০০ টাকা। এ৪২এফ, ২.৫৩ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৫০০গি.হা. ৩৯,০০০ টাকা। এ৪৩, ২.৪ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৬৪০গি.বা. ৪৭,০০০ টাকা।  

এসার: অ্যাস্পায়ার ভি৩-৪৭১, ২.৪০ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪২,০০০ টাকা। অ্যাস্পায়ার ৫৭৫৫, ২.৩ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৬৪০ গি.বা. ৪৮,৩০০ টাকা। অ্যাস্পায়ার ৫৭৫৫, ২.৩ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৬৪০ গি.বা. ৫০,৩০০ টাকা।  

অ্যাপল: ম্যাকবুক এয়ার, ১.৭ গি.হা. কোর আই৫ প্রসেসর, ১২৮ গি.বা. ১,০৭,০০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৮ গি.হা. কোর আই৫ প্রসেসর, ১২৮ গি.বা. ১,২৪,০০০ টাকা।  

স্যামসাং: এনপি৩৫০ভি৪এক্স-এ০৫বিডি, ২.৪০ গি.হা. কোর আই৩ প্রসেসর, ৫০০ গি.বা. ৪১,৫০০ টাকা। এনপি৩৫০ই৪এক্স-এ০১বিডি, ২.৩ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. ৩৪,৮০০ টাকা। এনপি৫৩৫ইউ৪সি এএমডি, ২.১ গি.হা. ডুয়াল কোর ৪৪৫৫এম প্রসেসর, ৫০০ গি.বা. ৬৪,০০০ টাকা।

 লেনোভো: জি৪৮০, ২.২ গি.হা. ডুয়াল কোর প্রসেসর, ৫০০ গি.বা. ৩২,৩০০ টাকা। বি৪৭০, ২.৪০ গি.হা. কোরআই৫ ৭৫০ গি.বা. ৫০,০০০ টাকা।  

ফুজিৎসু: এলএইচ৫৩১ বি৯৬০, ২.২ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. ৩৪,০০০ টাকা। লাইফবুক এস৬৪২০ ২.১ গি.হা. কোর টু ডুয়ো প্রসেসর, ৩২০ গি.বা. ৯২,৫০০ টাকা।  

তোশিবা: স্যাটেলাইট সি৬৪০-১০৬৪ইউ, ১.৬৫ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. ৩০,৪০০ টাকা। এল৮৪০ডি, ২.৫ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৫০০ গি.বা. ৪৮,৫০০ টাকা।  

সনি: ভায়ো এসভিই১৫১২৫সিএক্সএস, ২.৫ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৩২০ গি.বা. ৭৭,০০০ টাকা। ভায়ো এসভিই১৫১২জিসিএক্সএস, ২.৫ গি.হা. কোর আই৫ প্রসেসর, ৫০০ গি.বা. ৮২,০০০ টাকা। ভায়ো ভিপিসিএফ২২এমওই/বি, ২ গি.হা. কোর আই৭ প্রসেসর, ৫০০ গি.বা. ১০০,০০০ টাকা।

নেটবুক কম্পিউটার

এসার: অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৩,৬০০ টাকা। অ্যাস্পায়ার ওয়ান ৭২৫ এএমডি সি৬০, ১.০ গি.হা. প্রসেসর, ৫০০ গি.বা. ২৬,৩০০ টাকা। অ্যাস্পায়ার ওয়ান এওডি ২৫০, ১.৬৬ গি.হা. প্রসেসর, ১৬০ গি.বা. ২৮,৮০০ টাকা।  

আসুস: এক্স১০১সিএইচ, ৩২০ গি.বা. ২১,৮০০ টাকা। এটোম ডুয়াল কোর এন২৬০০, ১.৬ গি.হা. প্রসেসর ৩২০ গি.বা ২২,০০০ টাকা। সি৬০, ১.০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা ২৪,০০০ টাকা।

 স্যামসাং: এটম এন২১০০, ১.৬ গি.হা. প্রসেসর,৩২০ গি.বা ২২,৫০০ টাকা। এটম এন২৬০০, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৯,০০০ টাকা। এন১০০এস, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২১,০০০ টাকা।  

এইচপি: এইচপি মিনি ১১০-৪১১৭টিইউ, ১.৬ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৬,০০০ টাকা। এইচপি মিনি ১১০-৪১১২টিইউ, ১.৬০ গি.হা. প্রসেসর, ৩২০ গি.বা. ২৪,০০০ টাকা।

No comments:

Post a Comment