Friday, May 17, 2013

অনলাইন আর্নিং-এর এ পথ, সে পথ। আপনি যাবেন কোন পথে? [পর্ব-০৪]

আসসালামুআলাইকুমআশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন অনলাইন আর্নিং বিষয়ে উপযুক্ত নির্দেশনার অভাবে নতুন করে আগত ব্লগার ও ফ্রিল্যান্সাররার কাজের আগ্রহ হারাচ্ছেন । তাদের আগ্রহ টা বাড়াতে কিছুটা আত্মবিশ্বাস তৈরী করতে আমার এ ক্ষুদ্র প্রয়াস। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের এটি ধারাবাহিক চেইন টিউন এর চতুর্থ পর্ব । বরাবরের মত আসুন এবার মূল কথায়  আসি । 


অনলাইন আর্নিং এর ক্ষেত্রে যে হারে প্রতিযোগিতা হচ্ছে, এ প্রতিযোগিতায় টিকে থাকতে আপনাকে প্রতিনিয়ত লেগে থাকতে হবে।  বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। হাল ছেড়ে না দিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে চূড়ান্ত সাফল্যের অপেক্ষায় থাকতে হবে।  কাজ না জানলে কাজ শিখার অনেক উপায় আছে, সবচেয়ে ভালো উপায়টি বেছে নিতে হবে ।  এজন্য সাহায্য সহযোগিতা করতে প্রচুর বিজ্ঞ লোক আছেন আমাদের নেটওয়ার্ক এর আওতায় । তাদের পরামর্শ সহযোগিতাও নিতে হবে। তবুও লেগে থাকা চাই । 


অনলাইন আর্নিং এর এ পর্যায়ে আমরা ব্লগ নিয়ে কাজ করার ব্যাপারে বলেছিলাম । আপনি হয়তোবা ইতিমধ্যে আপনার সাইট এ বিভিন্ন কনটেন্ট যুক্ত করেছেন, কিন্তু কোনো মেনু এড করেননি। না পারলে কিভাবে করবেন কাজটি তা নিচের নির্দেশনা থেকে জানতে পারবেন। আপনি আপনার সাইট এ যদি অন্তত ৫টি মেনু রাখেন আর প্রত্যেকটি মেনুতে যদি ১০টি করে আর্টিকেল থাকে, তবে আপনার ভিজিটর অনায়াসেই আসবে, আর আপনার আর্নিং এর সম্ভাবনাও বাড়বে। 


আপনার ব্লগার প্রফাইল এর go to post list আইকন এ ক্লিক করে Pages এ ক্লিক করুন ...


এখানে new page এ ক্লিক করে ২টি অপশন দেখতে পাবেন, আপনি চাইলে Blank Page এ ক্লিক করে নতুন একটি পেজ তৈরী করে সেটার নাম দিতে পারেন, আর নতুন পেজ তৈরী করতে না চাইলে Web address এ ক্লিক করে আপনার অন্য কোনো সাইট এর লিংক এড করে দিতে পারেন । 



এড করে দেয়া ওয়েব সাইট এর লিংক দিয়ে সেখানে উপরে যে নাম দিবেন সেটি আপনার সাইট এর মেনু আকারে দেখাবে ।  

 


আমার এ ব্লগ এ (http://grandhelper.blogspot.com/) দেখে আসুন মেনু গুলো কিভাবে সেট করেছি ...

আপনি চাইলে সিএসএস কোড দিয়ে ড্রপ ডাউন মেনুও সেট করতে পারেন, তাহলে সেটা আরো অনেক আকর্ষনীয় হবে ।
মেনু সেট করার পর চেষ্টা করুন প্রতিটি পেজ এ আর্টিকেল সেট করতে ।   যত বেশি তথ্য থাকবে আপনার সাইট এ তত বেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকবে । একটা ভিজিটর আপনার সাইট এ কতক্ষণ থাকলো তাকে বলে বাউন্স রেট্, তাই এটা বাড়াতে পারলে পরবর্তিতে আরো ভিজিটর আশা করা যায়।

 সাইট এর ভিজিটর এর মাধ্যমেও আপনি আর্নিং করতে পারেন, আমি একটি সাইট এ সাইনআপ করতে বলব, তারপর এ সাইট এর রেফারেল লিংক বা  কোড আপনার সাইট এ বসিয়ে আপনি আর্ন করতে পারেন । রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন ।

পেইড টু ক্লিক করে অনেকে টাকা ইনকাম করে থাকেন, কিন্তু তাতে প্রচুর সময় নষ্ট করতে হয় । এভাবে  টাকা ইনকাম করার জন্য আমি পরামর্শ দিবনা, কেননা এ পথে টাকা আয়ের জন্য আপনি যতটা শ্রম দিবেন, তা যদি  শুধু ১টি ওয়েবসাইট তৈরিতে দিতে পারেন, তবে আপনি একজন প্রফেশনাল ফ্রিলেন্সার হয়ে যাবেন এটা নিশ্চিত । সৃজনশীল কোনো কাজে সময় দিতে পারলে আপনার শ্রম এবং দক্ষতা ২টি-ই কাজে আসবে ।  


এফিফিলিয়েট মার্কেটিং এ বিষয়ে গতবার একটি সাইট নিয়ে আলোচনা করেছি, করা কতটুকু সফল হয়েছেন জানিনা, তবে আজ আরেকটি সাইট এ আমরা সাইন আপ করব । মনে রাখতে হবে এফিফিলিয়েট মার্কেটিং গুগল এডসেন্স এর মত দুর্লভ নয়, তাই কিছুদিন অপেক্ষা করলেই আপনার এফিফিলিয়েট মার্কেটিং এর জন্য প্লাটফর্ম তৈরী হয়ে যাবে একাউন্ট একটিভ হওয়ার মাধ্যমে । 


এ সাইট এ সাইনআপ করতে এখানে ক্লিক করুন । 

 এখানে আপনাকে পাবলিশার হিসেবে সাইন আপ করতে হবে । এখানে ৩টি স্টেপ আছে, সবগুলো স্টেপ পূরণ করলেই আপনার সাইন আপ এর কাজ শেষ । 

সাইন আপ শেষ করার একাউন্ট একটিভ হওয়ার  জন্য অপেক্ষা করুন ।  একটিভ হয়ে গেলে তাদের দেয়া লিংক এর মাধ্যমে আপনার আর্নিং এর নতুন দিগন্তের সূচনা করতে পারবেন ।  চেষ্টা করুন, একটা না হয় একটা সাইট এ আপনার সফলতা আসবেই । এফিলিয়েটস মার্কেটার হিসেবে আপনি কোনো মাসে ০ ডলার, আবার কোনো মাসে ৩০০ ডলার  কিংবা তার বেশিও ইনকাম করতে পারবেন । তাই শুরু করুন, অনেক অজানা বিষয় জানতে পারবেন এবং নিসন্দেহে এক সময় ভালো অবস্থানে পৌছাতে পারবেন ।  আপনি নিচের লিংক গুলোও চেষ্টা করে দেখতে পারেন ।

১। সিজে 
২। এমাজন 
৩। ক্লিকব্যান্ক 


আপনার জন্য শুভ কামনা । চেষ্টা করুন,  সফলতা পাবেন । আরো কিছু টিপস নিয়ে আরেকদিন হাজির হব  ।  আপাতত অপেক্ষায় থাকুন । 
যাদের এডসেন্স একাউন্ট নেই তারা এ সাইট এর মাধ্যমে ইনকাম করতে পারেন । এটি এডসেন্স একাউন্ট এর বিকল্প হিসেবে কাজ করে । সাইটটিতে সাইন আপ করতে এখানে ক্লিক করুন । আর আপনার যদি এডসেন্স একাউন্ট থেকে থাকে তবে বসে না থেকে সেটিকে কাজে লাগান বিভিন্ন প্লাটফর্মে। পারলে ডোমেইন হোস্টিং নিয়ে একটি সাইট শুরু করুন, যত দেরিতে শুরু করবেন ততই পিছিয়ে পড়বেন ।

সবাইকে  ধন্যবাদ ।

No comments:

Post a Comment