Saturday, May 18, 2013

যেভাবে ফটোগ্রাফির মাধ্যমে আয় করা যায়

আসসালামু আলাইকুম, আসাকরি সবাই আল্লাহর রহমাতে ভালো আছেন।

আজ আপনাদের জানাবো কিভাবে ফটোগ্রাফির মাধ্যমে আয় করা যায়।
আমাদের অনেকেই শখের বশে ছবি তুলে থাকি। আমাদের এই শখের বশে তোলা ছবিগুলো থেকেও আমরা আয় করতে পারি। ইন্টারনেটে ছবি বিক্রি করে আমরা ভালো আয় করতে পারি। ইন্টারনেটে দুই ভাবে ছবি থেকে আয় করা যায়।


১। ছবি বিক্রির মাধ্যমে।

২। ছবি শেয়ারের মাধ্যমে।

ছবি বিক্রির মাধ্যমে।
আমরা ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে ছবি বিক্রি করতে পারি। এমন কিছু সাইটের ঠিকানা নিচে দেওয়া হল।


http://www.shutterstock.com
http://www.123rf.com
http://www.fotolia.com
http://www.bigstockphoto.com
http://www.crestock.com
http://www.dreamstime.com


আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হন তাহলে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরী করে সেখান থেকেও ছবি বিক্রি করতে পারেন।

আজ এ খানেই শেষ করি। আবার সময় সু যো গ হলে ছবি শেয়ারের মাধ্যমে কিভাবে আয় করা যায় তা শেয়ার করব।
ধন্যবাদ।

No comments:

Post a Comment